কলকাতায় "রবীন্দ্র-নৃত্যশিল্প" গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ

গত ৩১শে ডিসেম্বর ২০২৪ বিড়লা একাডেমী অফ্ আর্ট এন্ড কালচারে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো ডঃ কাবেরী চট্টোপাধ্যায়ের গবেষণা গ্রন্থ রবীন্দ্র-নৃত্যশিল্প। শ্রীমতী কাবেরী চট্টোপাধ্যায় স্বনামধন্য মণিপুরী নৃত্যশিল্পী এবং নৃত্য বিষয়ের গবেষিকা। আবাল্য শান্তিনিকেতন আশ্রমে পড়াশোনা এবং সংগীতভবনে নৃত্যগুরুদের কাছে শিক্ষা তাঁকে রবীন্দ্রনাথের সৃষ্ট নৃত্যকলা বিষয়ে আগ্রহী করে তোলে। সেই আগ্রহের ফলশ্রুতি এই গ্রন্থ। রবীন্দ্র বিশেষজ্ঞ পরলোকগত অধ্যাপক সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি তথ্যানুসন্ধানের কাজটি শুরু করেন। গবেষণার প্রয়োজনে দেখা করেন শান্তিনিকেতনে নৃত্যের সাথে যুক্ত থাকা কৃতবিদ্য মানুষদের। রবীন্দ্রনাথ নৃত্যকে দেখেছিলেন বিশ্বসৃষ্টির আধারে, পরমাণু থেকে চন্দ্র সূর্যের গতিতে। ভারতবর্ষে রুদ্ধকক্ষের বিলাস থেকে নৃত্যকে তিনি তুলে এনেছিলেন আলোর সামনে। তাঁর আশ্রম বিদ্যালয়ে আয়োজন করেছিলেন এক নতুন বিদ্যাশিক্ষার। নানান নিন্দা অপবাদেও বন্ধ করেননি ছাত্রীদের নৃত্যের পাঠ। পরবর্তী কালে তাঁরই প্রত্যক্ষ প্রভাবে ভারতীয় কলাশিল্পের এই বিশেষ ধারাটির প্রসার ঘটে দেশে বিদেশের সর্বত্র।  

এদিনের অনুষ্ঠানে মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা দূরদর্শনের প্রাক্তন ঘোষিকা এবং নৃত্যশিল্পী শ্রীমতী শর্মিষ্ঠা দাশগুপ্ত, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের প্রাক্তন প্রধান এবং বিশিষ্ট কথক নৃত্যশিল্পী ডঃ অমিতা দত্ত এবং প্রাজ্ঞ রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও বিশ্বভারতী গ্রন্থন বিভাগের ভূতপূর্ব স্বরলিপি-কারক শ্রী দেবাশীষ রায়। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রী মনোভানা রায়ের নটরাজ বন্দনা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের আগে মঞ্চে উপস্থিত অতিথিরা শান্তিনিকেতনের নৃত্য এবং সেই প্রেক্ষাপটে গ্রন্থটির গুরুত্ব আলোচনা করেন। বইটির নানান অধ্যায়ে উন্মোচিত হয়েছে রবীন্দ্রনাথের সাথে নৃত্যশিল্পের গভীর সম্পর্ক এবং তার বিকাশ। রবীন্দ্র রচনায় নানান স্থানে নৃত্যের প্রসঙ্গ উল্লেখ এই গ্রন্থের একটি অন্যতম প্রাপ্তি। সমবেত অতিথিরা স্বীকার করেন যে নতুন প্রজন্মের নৃত‍্য গবেষকদের কাছে এটি এক আকর বিশেষ।  

প্রকাশ পর্বের দ্বিতীয়ার্ধে লেখিকা রবীন্দ্র-নৃত‍্যশিল্প বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি এবং কাজ সম্পর্কে আলোকপাত করেন। লন্ডন প্রবাসী স্বামী শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায়ের সাথে যৌথভাবে তিনি চলচ্চিত্র প্রযোজনা করেছেন রবীন্দ্রনাথের তিনটি নৃত্যনাট্য — শ‍্যামা, চিত্রাঙ্গদা ও চন্ডালিকা। রবীন্দ্র-সৃষ্ট নৃত্যের স্বরূপ বোঝাতে এই তিনটি চলচ্চিত্রের অংশবিশেষ দেখানো হয়। অনুষ্ঠানের সমাপ্তি হয় লেখিকার নৃত্য পরিবেশনের মাধ্যমে। নটীর পূজা নাটকের শেষ গান "আমায় ক্ষমো হে ক্ষমো"-এর সাথে উপযোগী নৃত্য রচনা করেছিলেন নৃত্যগুরু শান্তিদেব ঘোষ। নাচটি তাঁর কাছে শিখেছিলেন শ্রীমতী শুভ্রা ঠাকুর, এবং  নৃত্য পরম্পরায় শিক্ষালাভ করেন লেখিকা। সাক্ষাৎ মৃত্যুর সামনে ভক্তির প্লাবনে যে নৃত্যের প্রদীপটি জ্বালিয়েছিল রাজনটী শ্রীমতী, তার অনির্বান আলোর রেশ থেকে গেছিল এদিনের গ্রন্থ প্রকাশের মঞ্চে। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শ্রীমতী মধুমিতা বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্য। বইটির প্রকাশক বইওয়ালা বুক কাফে, শান্তিনিকেতন। আসন্ন কলকাতা বইমেলায় প্রকাশকের স্টল থেকে এটি সংগ্রহ করা যাবে। এছাড়াও শান্তিনিকেতনের বইওয়ালা বুক কাফে এবং কলেজস্ট্রীটের দে' বুক স্টোর ও ধ‍্যানবিন্দুতে পাওয়া যাচ্ছে রবীন্দ্র-নৃত্যশিল্প।

রবীন্দ্র নৃত্য-শিল্প: প্রচ্ছদ

•  •  •

প্রকাশক: আবীর মুখোপাধ্যায়, বইওয়ালা বুক ক্যাফে, রতনপল্লি, শান্তিনিকেতন ৭৩১২৩৫

টেলিফোন: ৯৮৭৪৬৪০১০৪

www.boiwalabookcafe.com

Comments

Popular posts from this blog

শকুন্তলা: রূপ থেকে রূপান্তরে

দিল্লীর প্রবাস জীবনে রবীন্দ্রনাথ

বাঙাল বাড়ির ষষ্ঠী পুজো