Posts

Showing posts from May, 2019

ইতিহাসের আলোয়: আনন্দলোকে মঙ্গলালোকে

Image
সরলা দেবী চৌধুরানী (১৮৭২—১৯৪৫) রবীন্দ্রনাথ রচিত প্রার্থনা-সংগীত "আনন্দলোকে মঙ্গলালোকে" আজ বহুশ্রুতI বাঙালির নানা উৎসব অনুষ্ঠানে এই গানটি গীত হয়I রবীন্দ্রনাথের গানের পর্যায় বিভাগে পাশ্চাত্য ধরণে গাওয়া এই গানটিকে ভাঙা গানের পর্যায়ে না ফেললেও এই গানটির পিছনে এক বিশিষ্ট ইতিহাস আছেI এই গানটির সুর সংগ্রাহক রবীন্দ্রনাথের ভাগ্নী সরলা দেবী চৌধুরানীI মহাত্মা গান্ধীর সাথে পত্র বিনিময়ের সুবাদে সরলা দেবী আজ ভারতের সুধী সমাজের কাছে অপরিচিতা ননI সরলা দেবী রবীন্দ্রনাথের চতুর্থ দিদি স্বর্ণকুমারী দেবীর দ্বিতীয় কন্যাI বেথুন স্কুল এবং কলেজের ছাত্রী সরলার জন্ম ১৮৭২ সালে I অর্থাৎ রবীন্দ্রনাথের থেকে তিনি প্রায় ১১ বছরের ছোটI সরলা দেবীর কাছে রবীন্দ্রনাথ হলেন "রবিমামা"I শৈশব থেকেই সংগীতপ্রেমী এই ভাগ্নির সাথে রবীন্দ্রনাথের স্নেহের সম্পর্ক ছিল I ঠাকুর পরিবারের সব থেকে বড় উৎসব ১১-ই মাঘের ব্রহ্ম উপাসনায় ছোট থেকেই সরলা যোগ দেন রবিমামার গানের দলে I  তাঁর নিজের কথায় "রবিমামা বিলেত থেকে ফেরার পর তিনিই নেতা হলেন I দাদাদের সঙ্গে সঙ্গে নিজেও নতুন নতুন ব্রহ্মসংগীত রচনা করা, ওস্তাদদের কাছ থেকে সুর ন

অতীতের আলোতে আমার পঁচিশে বৈশাখ

Image
রবীন্দ্রনাথের সাথে আমার প্রথম পরিচয় খুব সম্ভবতঃ ইস্কুলের হাত ধরে। প্রথম শ্রেণীতে যখন পড়ি, বার্ষিক অনুষ্ঠানে দেখলাম "নৃত্যের তালে তালে" এই গানটির সাথে সমবেত নাচ। আজ এত বছর পরেও মনে পরে কি সুন্দরই না লেগেছিল সেদিনের অভিনয়। বৃত্তের মাঝখানে নটরাজ আর পার্বতী, আর তাদের সাথে বৃত্তাকারে নাচছে ছোট মেয়েদের দল। কানে যেন পৌঁছালো সেই ধ্বনি, "নম নম নম, তোমার নৃত্য অমিত বিত্ত, ভরুক্ চিত্ত মম।" প্রতি বছর গরমের ছুটির আগের দিন বিদ্যালয়ের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হতো। হয়তো খুবই সাদামাটা নাচ গানের অনুষ্ঠান। তবু কোথায় যেন একটা ভালোলাগা কাজ করতো। আমি যখন তৃতীয় শ্রেণীতে পড়ি, মা তখন বালি সাধারণ গ্রন্থাগারের এক বইমেলা থেকে কিনে আনলো এক খন্ড গীতবিতান। খবরের কাগজের মলাট দিয়ে সেই বই তুলে রাখলো বইএর আলমারিতে। কিন্তু আমার হাত পৌঁছে গেলো সেখানে। আমাদের পুরোনো বাড়িতে মার ঘরের সামনে ছিলো এক ছোট্ট লাল মেঝের বারান্দা। মা একদিন দেখলো সেই বই খুলে অঝোরে বেসুরে গান শুরু করেছি আমি। তখন তো আমি পড়তে শিখে গেছি। কিন্তু গীতবিতান থেকে কি পড়লাম আমি? অমন ভাষা পড়ার যোগ্যতাই বা হলো কখন? কি জানি। কিন্ত