Posts

Showing posts from March, 2019

Book Review: Annapurna Devi: An Authorised Biography

Image
An Unheard Melody: Annapurna Devi: An Authorised Biography Author: Swapan Kumar Bondyopadhyay Publisher: Roli Books under Lotus Collection Personal life and romantic relationships of a celebrity is a popular topic of newspaper supplements. We love to lick off those stories that include lo ve, sex, marriage, despair, breakup, new love, holidays, honeymoon, etc etc. Many of us do not find them objectionable or do not avoid reading them because they are “private stories”. A celebrity life seems to be open like a freshly cut orange. People want to enjoy its colour and taste its juice. On a similar line I became curious to read the authorised biography of Sitar maestro Pandit Ravi Shankar’s first wife Annapurna Devi. The back cover quote from Pandit Ravi Shankar hiked up the expectation: “Why people do not accept that it is possible to love more than one woman at a time….. Annapurna fails to appreciate this. She is an artist with a large heart, so why is she so guarded in matte

ছেলেবেলার দোলখেলা

Image
দোল উৎসব শুরু হলো আর শেষও হলো। আমার আপিসে ছুটির দিন কাটলো দিল্লির কাছেই আমাদের এক আবাসনে, বন্ধুদের সাথে গল্পো করে, গান গেয়ে, আর এই সময়ের বিশেষ কিছু খাবার খেয়ে। উত্তর ভারতে হোলির কিছু নির্দিষ্ট খাবার আছে, আমাদের ছোটবেলায় যেমন ছিলো রঙবাহারি মঠ আর ফুটকরাই। এই সময় এখানে তৈরি হয় এক সুস্বাদু মিষ্টি, যার নাম গুজিয়া।  আমাদের সাদা রঙের ছোট্ট গুজিয়া নয় কিন্তু। শুকনো পিঠের মতো একরকমের বড়ো মিষ্টি যার ভিতরে থাকে ক্ষীর, কাজু, কিসমিস, পেস্তা আর নারকোলের পুর। আমার খুব প্রিয় মিষ্টি এই গুজিয়া। আর তার সাথে থাকে নানা রকমের পাকোড়া আর শরবৎ। আর হ্যা, বন্ধুদের সাথে আবির খেলাও হলো, আর আবাসনের নিচে আমার মেয়ের ছোট্ট বন্ধুদের কাছেও মিললো জল মেশানো হালকা রঙের উপহার।  আমাকে অনেকে ফোনে জিজ্ঞাসা করলেন, "মেয়ে রঙ খেললো? ভয় পায়নি তো?" আমি বললাম, "কই নাতো, সেতো বন্ধুদের সাথে দিব্যি রঙের আনন্দে মাতলো।" আসলে বুঝতে পারি একথা বলার কারণ। আমাদের ছোটবেলায় রঙখেলাটা অনেক সময় এক জান্তব রূপ নিতো। যে মানুষ রঙ খেলতে চাইবে না, তাকে ঘর থেকে টেনে হিচড়ে বার করে জোর করে তার মুখে, চোখে, সারা গায়ে রঙ মাখি