Posts

Showing posts with the label Uttarpara Model School

মাধ্যমিকের পঁচিশ বছর: ১৯৯৫—২০২০

Image
আমার মাধ্যমিকের পর পঁচিশ বছর পার হয়ে গেছে, তো কি এমন হয়েছে? প্রতি বছর হাজার হাজার ছেলেমেয়ে দশ ক্লাসের গণ্ডি পার করে পরবর্তী জীবনে পা রাখছে। এ তো খুব স্বাভাবিক ঘটনা। আমার জীবনেও একদিন তা হয়েছে। কিন্তু সেকথা বিশেষ করে লেখার কি আছে? তা বলবো বলেই তো এই লেখার সূচনা। ১৯৯৫ সাল থেকে আজ পর্যন্ত এই পঁচিশ বছরে আমাদের সামাজিক ও বৌদ্ধিক জীবনের এক বিপুল পরিবর্তন ঘটেছে। যে মফস্বল শহরটিতে আমি কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হয়েছি, আজ তা কালের স্রোতে বড্ডো বেশি রকমের আধুনিক হয়ে গেছে। কর্মস্থান দিল্লী থেকে প্রতি বছর ঘরের টানে যখন সেখানে ফিরে যাই, দেখি যে সেই কিশোরবেলার রূপ বহুতর পাল্টে গেছে। যখন মাধ্যমিক পরীক্ষা দিই, আমরা আমাদের যৌথ পরিবারে মাটিতে বসে পাত পেরে খেতাম। সকালে ভাত আর মাছের ঝোল খেয়ে পিঠে ব্যাগ নিয়ে ৫০ পয়সার টিকিট কেটে বাসে চড়ে ইস্কুলে যেতাম। বিকেলে বাড়ি ফিরে আবার একপ্রস্থ ভাত ডাল। সেদিন আমাদের জীবনে মোবাইল তো দূরাগত, কোনো ধরনের ফোন যোগাযোগের স্পর্শ ছিল না বাড়িতে। কম্পিউটার নামক যন্ত্রের নাম ছিল অশ্রুত, না ছিল ইমেইল অথবা অন্য কোনো প্রযুক্তির সংযোগ। কারোর খবর জানতে হলে তার বাড়িতে যেতে হতো।...