Posts

Showing posts from June, 2019

রথীন্দ্রনাথ ও মিতালি (Rathindranath Tagore and Mitali)

Image
বিশ্বভারতীর কর্মজীবন থেকে অবসর নিয়ে রথীন্দ্রনাথ তাঁর শেষ জীবন কাটান দেরাদুনে, শ্রীমতী মীরা চট্টোপাধ্যায়ের সান্নিধ্যে I সেখানেই তাঁর মৃত্যু হয় I দেরাদুনে রথীন্দ্রনাথের সেই শেষ আশ্রয়ের নাম ছিল "মিতালি" I  সপ্তাহান্তের এক ভ্রমণে গত মে (২০১৯) মাসে গিয়েছিলাম দেরাদুনে I   ব্যক্তিগত আগ্রহের বশে  খোঁজ করছিলাম সেই বাড়ির এখনো কোনো অস্তিত্ব আছে কিনা I একসময় রাজপুর রোডে বসবাস করতেন কিছু বাঙালি পরিবার I আজ কালের স্রোতে তাদের উত্তরাধিকারীরা কেউই আর সেখানে থাকেন না I দেরাদুন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা বললেন তাঁরা জানেন না এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র কখনো বাস করতেন কিনা I রথীন্দ্রনাথ নামটিও একেবারেই অপরিচিত সেখানে I খোঁজ নিয়ে জানলাম সেই বাড়ির ঠিকানা ছিল ১৮৯/এ রাজপুর রোড I ঠিকানা ধরে খুঁজতেই পেলাম জায়গাটি I আশ্চর্যের ব্যাপার হলো সেই বাড়িটির সামান্য কোনো অংশও আজ আর নেই I পরিবর্তে সেই জায়গাটি বিভিন্ন মালিকানায় ভাগ হয়ে গেছে I গড়ে উঠেছে নতুন একটি গেস্ট হাউস, খাবারের দোকান, আর জমি কেনাবেচার জায়গা I রাজপুরের পুরোনো বাসিন্দা নাফিজ ওই অঞ্চলে চুল দাড়ি কাটার একটি দোকান খুলেছেন I তিনি