লক চরিত ১
লকডাউনের পড়ন্ত বেলায় বেড়াতে বেড়িয়ে শুরু হলো এক কথোপকথন।
-- "বাবা, তুমি তো খুব ভালো ড্রাইভার। তুমি খুব ভালো গাড়ি চালাও।"
-- "না মা, আমি তো খুব ভালো গাড়ি চালাতে পারি না। আমি তো খুব আস্তে আস্তে গাড়ি চালাই।"
-- "না বাবা, তুমি খুব ভালো করে গাড়ি চালাও। তাই না মা? বলো না, তাই না মা?"
-- "হ্যাঁ সোনা, আমাদের তিনজনের মধ্যে বাবা-ই তো কেবল গাড়ি চালাতে পারে। বাবা আমাদের নিয়ে রোজ বিকেলে বেড়াতে আসে। কত সাবধানে আমাদের নিয়ে গাড়ি চালায়। তাই বাবা খুব ভালো ড্রাইভার।"
-- "ঠিক বলেছো, মা। বাবা আমাদের নিয়ে কত যত্ন করে গাড়ি চালায়। বাবা খুব ভালো করে গাড়ি চালায়। সব থেকে ভালো করে গাড়ি চালায়। বাবা, তুমি হলে দেশের সব থেকে ভালো বাবা!"
চার বছরের ছোট্ট কটকটির মুখে এই অভূতপূর্ব বাণী শুনে বাবা কি বলবে ভেবে পেল না। নীরবে গাড়ি চালাতে লাগলো।
Comments
Post a Comment