গ্রন্থ সমালোচনা: চিরসখা — নবকুমার বসু

এক প্রিয় বন্ধুর অনুরোধে শেষ করলাম ৯৮২ পাতার দীর্ঘ উপন্যাস “ চিরসখা ” । এ এক অদ্ভুত পরিবারের ইতিবৃত্ত। বলা যায় এক দীর্ঘ পারিবারিক ইতিহাস যা বাস্তবের অনুসারী। পড়তে পড়তে মনে হয়েছে , ভেঙে পড়া এক সংসারে এমনটাই তো হয় অথবা হতে পারে। উপন্যাসের শুরুর অংশে কেন্দ্রবিন্দু থেকেছেন অপর্ণা , বিখ্যাত লেখক বিভাস চৌধুরীর স্ত্রী। একবস্ত্রে ঘর থেকে বেরিয়ে বাউন্ডুলে লেখকের সাথে আতপুরের এক খুপরি চালায় ঘর বেঁধেছিলো সে। কত স্বপ্ন তখন তাদের দু - জোড়া চোখে। সেই স্বপ্নের ভালোবাসায় জন্মায় তাদের চার সন্তান বুনু , ঝুনু , বুজু আর টুলি। চরম দারিদ্রের ছায়ায় প্রত্যন্ত গ্রামের কোলে একটু একটু করে বড় হয়ে ওঠে তারা। আর্থিক অবস্থার পরিবর্তন হয় ধীরে ধীরে। বিভাস লেখক হিসাবে ধীরে ধীরে প্রতিষ্ঠা পান , আনন্দ গোষ্ঠীর সাথে যুক্ত হন , পরিবারে আসে আর্থিক সচ্ছলতা। এমনটা চললেই হয়তো ঠিক হতো। সংগ্রাম আর সাফল্যের প্রেরণায় এগিয়ে যেত অপর্ণা - বিভাসের প্রেমের গল্প। কিন্তু তা হয়নি। বিভাসের জীবনে ঝড়ের মতো অকস্মাৎ এসে দাঁড়ায় ইতু , অপর্ণার সব থেকে ছোট বোন। এই অনৈতিক প্রেমের পালে হাওয়া জোগায় অপর্ণার মা আর দাদারা। তাদের কিছু স্বার্থসম্বন্ধও...