ইতিহাসের আলোয়: আনন্দলোকে মঙ্গলালোকে
সরলা দেবী চৌধুরানী (১৮৭২—১৯৪৫) রবীন্দ্রনাথ রচিত প্রার্থনা-সংগীত "আনন্দলোকে মঙ্গলালোকে" আজ বহুশ্রুতI বাঙালির নানা উৎসব অনুষ্ঠানে এই গানটি গীত হয়I রবীন্দ্রনাথের গানের পর্যায় বিভাগে পাশ্চাত্য ধরণে গাওয়া এই গানটিকে ভাঙা গানের পর্যায়ে না ফেললেও এই গানটির পিছনে এক বিশিষ্ট ইতিহাস আছেI এই গানটির সুর সংগ্রাহক রবীন্দ্রনাথের ভাগ্নী সরলা দেবী চৌধুরানীI মহাত্মা গান্ধীর সাথে পত্র বিনিময়ের সুবাদে সরলা দেবী আজ ভারতের সুধী সমাজের কাছে অপরিচিতা ননI সরলা দেবী রবীন্দ্রনাথের চতুর্থ দিদি স্বর্ণকুমারী দেবীর দ্বিতীয় কন্যাI বেথুন স্কুল এবং কলেজের ছাত্রী সরলার জন্ম ১৮৭২ সালে I অর্থাৎ রবীন্দ্রনাথের থেকে তিনি প্রায় ১১ বছরের ছোটI সরলা দেবীর কাছে রবীন্দ্রনাথ হলেন "রবিমামা"I শৈশব থেকেই সংগীতপ্রেমী এই ভাগ্নির সাথে রবীন্দ্রনাথের স্নেহের সম্পর্ক ছিল I ঠাকুর পরিবারের সব থেকে বড় উৎসব ১১-ই মাঘের ব্রহ্ম উপাসনায় ছোট থেকেই সরলা যোগ দেন রবিমামার গানের দলে I তাঁর নিজের কথায় "রবিমামা বিলেত থেকে ফেরার পর তিনিই নেতা হলেন I দাদাদের সঙ্গে সঙ্গে নিজেও নতুন নতুন ব্রহ্মসংগীত রচনা করা, ওস্তাদদের কাছ থেকে সুর ন...