Posts

Showing posts from January, 2025

কলকাতায় "রবীন্দ্র-নৃত্যশিল্প" গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ

Image
গত ৩১শে ডিসেম্বর ২০২৪ বিড়লা একাডেমী অফ্ আর্ট এন্ড কালচারে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো ডঃ কাবেরী চট্টোপাধ্যায়ের গবেষণা গ্রন্থ রবীন্দ্র-নৃত্যশিল্প। শ্রীমতী কাবেরী চট্টোপাধ্যায় স্বনামধন্য মণিপুরী নৃত্যশিল্পী এবং নৃত্য বিষয়ের গবেষিকা। আবাল্য শান্তিনিকেতন আশ্রমে পড়াশোনা এবং সংগীতভবনে নৃত্যগুরুদের কাছে শিক্ষা তাঁকে রবীন্দ্রনাথের সৃষ্ট নৃত্যকলা বিষয়ে আগ্রহী করে তোলে। সেই আগ্রহের ফলশ্রুতি এই গ্রন্থ। রবীন্দ্র বিশেষজ্ঞ পরলোকগত অধ্যাপক সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি তথ্যানুসন্ধানের কাজটি শুরু করেন। গবেষণার প্রয়োজনে দেখা করেন শান্তিনিকেতনে নৃত্যের সাথে যুক্ত থাকা কৃতবিদ্য মানুষদের। রবীন্দ্রনাথ নৃত্যকে দেখেছিলেন বিশ্বসৃষ্টির আধারে, পরমাণু থেকে চন্দ্র সূর্যের গতিতে। ভারতবর্ষে রুদ্ধকক্ষের বিলাস থেকে নৃত্যকে তিনি তুলে এনেছিলেন আলোর সামনে। তাঁর আশ্রম বিদ্যালয়ে আয়োজন করেছিলেন এক নতুন বিদ্যাশিক্ষার। নানান নিন্দা অপবাদেও বন্ধ করেননি ছাত্রীদের নৃত্যের পাঠ। পরবর্তী কালে তাঁরই প্রত্যক্ষ প্রভাবে ভারতীয় কলাশিল্পের এই বিশেষ ধারাটির প্রসার ঘটে দেশে বিদেশের সর্বত্র।   এদিনের অনুষ্ঠ...