Posts

Showing posts from September, 2021

মফস্বল চর্চা ও খিচুড়ি যোগ

Image
আচ্ছা ,   মফস্বল মানে ঠিক কি ?   গ্রাম থেকে শহরের মাঝামাঝি কিছু একটা জায়গা ?   মানে এমন একটা জায়গা যেখানে অনেক কিছু আছে ,   আবার অনেক কিছুই নেই ?   নাকি এভাবেও বলা যায় যে ,   মফস্বল এমন এক বসতি যেখানে অনেক কিছু থেকেও নেই ,   আবার না থেকেও আছে কিছু। পাঠক বলবেন এ আবার কেমন ধারা কথা! মফস্বলের অধিবাসীরা শোরগোল শুরু করবেন। তর্ক করে বলবেন ,   আমাদের যা নেই ,   তার আমাদের দরকারও নেই। আর কি এমন নেই শুনি ?   বেশ আছি আমরা সুখে ,   স্বস্তিতে ,   আরামে ,   এ পাড়া থেকে ও পাড়ায় বেড়িয়ে। আমাদের জীবন যাপনের যা কিছু জরুরী ,   সব কিছু দিব্যি আছে এই মহল্লায়। দোকানপাট আছে ,   ইস্কুল আছে ,   পায়ে চলার রাস্তা আছে ,   শহরে যাবার যানবাহন আছে। কোন অকালকুষ্মান্ড বরাহনন্দন বলে যে মফস্বল পিছিয়ে পড়া জায়গা ?   যার কিচ্ছু নেই ,   আর ভেতরটা এক্কেবারে ফাঁকা ,   ঢনঢনে ,   সেই বলবে এমন অন্তঃসারশূন্য কথা! আসলে এই জোরের কথাই মফস্বল সম্ভোগ সুখ। জীবনের সব কিছুতে মোটা আন্ডারলাইন টেনে এখানে চলে জীবন চর্চা , ...