বাঙাল বাড়ির ষষ্ঠী পুজো
ছবি ১ : ষষ্ঠী (বাংলার পট) জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে যে পুজো দেখেছি আমাদের নিপাট বাঙাল বাড়িতে, আজ তারই গল্প লিখবো বলে ভেবেছি। বাঙালি হিন্দুর কাছে এই দিনের বহুপরিচিতি নাম জামাইষষ্ঠী। অর্থাৎ কিনা জামাই বাবাজীবনকে মহার্ঘ্য খাবারে আপ্যায়নের দিন। বারো মাসে তেরো পার্বণের দেশে এই একটি দিনই সাকুল্যে শুধু জামাইকে উৎসর্গিত। তাই বহু বাঙালির কাছে এই দিনের খাতিরই আলাদা। এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা বলি, উচ্চমাধ্যমিক ক্লাসে যে মাষ্টার মশাইর কাছে অঙ্কের টিউশন নিতাম, তিনি ছিলেন রসিক মানুষ। জামাইষষ্ঠীর দিন কোনো ছাত্র দেরি করে পড়তে এলেই তিনি বলতেন, "আজ তো দেরি হবেই। শ্বশুরবাড়ি ঘুরে আসতে হলো যে।" তবে আমাদের ফরিদপুরের বাঙাল বাড়িতে এই দিনটি শুধু জামাইয়ের নয়, পুত্র, কন্যা, বধূ, জামাতা, নাতি, নাতনি বেষ্টিত সমগ্র নিকট পরিজন গুষ্টির। আমাদের পরিবারের কাছে এই দিনটি আর এক বিশেষ পার্বণ। মনে পড়ে, আমাদের নতুন জামাকাপড় হতো বছরের তিনটি সময়ে -- পয়লা বৈশাখ, ষষ্ঠী আর পুজোতে। প্রথম দুটি উৎসবে আমরা পেতাম সারাবছরে ঘরে পরার গেঞ্জি, পাজামা, পাঞ্জাবি, এইসব। আর দুর্গা পুজোয় ছিল কেতাদুরস্ত প্যান্ট...