Posts

Showing posts from February, 2021

বীণাপাণির গল্প

Image
প্রতিদিনের মাঝে তৈরি হয় কত কি, যা অবাক করে মনকে। তেমনই এক ছোট্ট গল্প বলবো এখন। আপিস থেকে ফিরে চা খাচ্ছি তিনজনেI আমি, মা আর ঊর্মি। টিভিতে চলছে মার পছন্দের কোনো ধারাবাহিক। কাহিনী তো জানিনা, তাই সেদিকে বিশেষ নজর দিইনি। হঠাৎ শুরু হলো বিজ্ঞাপনের বিরতি। আর তাতেই কানে লাগলো স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক "গ্রামের রাণী বীণাপাণি"। তাতে আর কি বা হলো? এমন তো কতই সিরিয়াল আসছে, যাচ্ছে, থামছে। আমার কি তাতে? কিন্তু, এসে গেলো আমাদের শিনো রাণীর। অকস্মাৎ শুনলাম কণ্ঠস্বর, "বিনা পানিতে তো লোকে বাঁচবেই না। এ আবার কিরকম নাম? আর গ্রামে কি রাণী হয়? রাণী তো থাকে রাজ্যে।" ঊর্মি বলে উঠলো, "মা দেখো, হিন্দী রাজ্যে তোমার নাতনীর বড়ো হওয়ার ফল! কি হলো বীণাপাণির!" কি আর করবো, বাবা তো! এগিয়ে এলাম আমিই। তাকে বললাম, "ঠিকই বলেছো, শিনো। তবে পানি   মানে শুধু জল নয়, হাতও। আর বিনা   মানে সরস্বতীর হাতে ওই যে যন্ত্রটি রয়েছে, সেটিও। যার হাতে বীণা রয়েছে সে হলো বীণাপাণি। সরস্বতীর হাতে বীণা, তাই তার আর এক নাম বীণাপাণি।" সে বুঝলো কিনা জানিনা, কিন্তু মনে মনে বললাম, "যাক, বিনা পানি...

The toothbrush family

Image
There is a small glass rack below the bathroom mirror where you find our toothbrush family. They are the daddy brush, the mummy brush and the brush boy Brady. They live inside a white ceramic cup which they call their home. They are a happy family and have fun together. You can spot their colours. The daddy brush is white, the mummy brush is red and Brady is yellow like a lemon. They are owned by three people – father, mother, and the young boy Ruku who all clean their teeth twice a day: before breakfast and after supper. Ruku’s little sister Tuku, the youngest one in the family, has no toothbrush yet. Ruku loves to play with his yellow toothbrush Brady. It becomes his magic wand as Ruku waves the brush over his head. The brush also takes the form of a flute as Ruku tries to play it with his fingers and lips. When Ruku travels into an imaginary dense jungle, Brady becomes his weapon. Sometimes he lifts little Brady like a flag and cries out, “I am the winner, I am the best, I am the st...