বীণাপাণির গল্প
প্রতিদিনের মাঝে তৈরি হয় কত কি, যা অবাক করে মনকে। তেমনই এক ছোট্ট গল্প বলবো এখন। আপিস থেকে ফিরে চা খাচ্ছি তিনজনেI আমি, মা আর ঊর্মি। টিভিতে চলছে মার পছন্দের কোনো ধারাবাহিক। কাহিনী তো জানিনা, তাই সেদিকে বিশেষ নজর দিইনি। হঠাৎ শুরু হলো বিজ্ঞাপনের বিরতি। আর তাতেই কানে লাগলো স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক "গ্রামের রাণী বীণাপাণি"। তাতে আর কি বা হলো? এমন তো কতই সিরিয়াল আসছে, যাচ্ছে, থামছে। আমার কি তাতে? কিন্তু, এসে গেলো আমাদের শিনো রাণীর। অকস্মাৎ শুনলাম কণ্ঠস্বর, "বিনা পানিতে তো লোকে বাঁচবেই না। এ আবার কিরকম নাম? আর গ্রামে কি রাণী হয়? রাণী তো থাকে রাজ্যে।" ঊর্মি বলে উঠলো, "মা দেখো, হিন্দী রাজ্যে তোমার নাতনীর বড়ো হওয়ার ফল! কি হলো বীণাপাণির!" কি আর করবো, বাবা তো! এগিয়ে এলাম আমিই। তাকে বললাম, "ঠিকই বলেছো, শিনো। তবে পানি মানে শুধু জল নয়, হাতও। আর বিনা মানে সরস্বতীর হাতে ওই যে যন্ত্রটি রয়েছে, সেটিও। যার হাতে বীণা রয়েছে সে হলো বীণাপাণি। সরস্বতীর হাতে বীণা, তাই তার আর এক নাম বীণাপাণি।" সে বুঝলো কিনা জানিনা, কিন্তু মনে মনে বললাম, "যাক, বিনা পানি...